আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন থেকে নেই বৃষ্টির আভাস রয়েছে প্রচন্ড গরম, আবার সঙ্গে যোগ হয়েছে মানুষের মনে করোনা আতঙ্ক! এছাড়া শ্রমজীবি মানুষেরা হয়ে পড়েছেন কর্মহীন। তাই জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। এই চার দিনের প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। প্রচন্ড গরমের ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। এ গরমে ঘামাচি, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস সহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব বেড়ে যাচ্ছে। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে একটু স্বস্থির জন্য ছোট বাচ্চারা পানিতে সাঁতার কাটছে। কেউ কেউ গাছের নীচে আশ্রয় নিচ্ছেন। গরমের প্রকোপ এতো বেশি যে যেনো তাদের ঘরের ফ্যানের বাতাসেও কাজ হচ্ছেনা।
এদিকে অনেকেই ঈদুল আযহার দাওয়াত ও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো পরিহার করছেন। কিছু মানুষ তরল খাবারসহ ফ্রিজের ঠান্ডা জাতীয় পানি পান করে জনমনে স্বস্থির চেষ্টা করছেন। তীব্র তাপমাত্রা ও অসহনীয় গরমে মানুষজনের মুখে মাস্ক পড়তে তেমন একটা দেখা যাচ্ছেনা। মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বলেন রাস্তা দিয়ে চলাচল করলে এত গরম যে বোঝা যায়, শরীরে আগুন পরছে। এছাড়াও দিনের বেলায় উপজেলার আশপাশের লোকজনের চলাচল অন্য সময়ের চেয়ে অনেকটাই কম। তাছাড়া কর্মজীবি ও সাধারণ মানুষ বাহিরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়েন। সব মিলিয়ে এক মারাত্মক ভোগান্তিতে রয়েছেন এ উপজেলার মানুষজন।