বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের একাধিক ডাকাতি মামলার আসামী শাহাবুউদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব। আসামী শাহাবুদ্দিন ভবানীপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে র্যাব-৯ এর (সিপিসি-২) একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। বাহুবল থানায় ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত করেছেন।