স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক গতকাল ৩০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের নীতি-আদর্শ ও শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মাধবপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মাহতাবুল আলম জাপ্পিকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়।