শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

পিতা অসুস্থ, তাঁর ছবি কেনার আবেদন সেল্ফি’র যুগে তারেকের ছবি আঁকার নেশা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মোহাম্মদ তারেক খাঁন। তরুণ এক চিত্রশিল্পী। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার দেওপাড়া গ্রামে তার জন্ম। নানা ধরণের প্রতিভা থাকলেও অর্থনৈতিক সংকটের সঠিক স্থানে প্রতিভা প্রকাশের সুযোগ হচ্ছেনা। বর্তমানে আধুনিক যুগে ছোট বড় সবার হাতে রয়েছে দামী দামী স্মার্টফোন। তবে, বেশির ভাগ দেখা যায়, যে স্মার্টফোনে সেল্ফি ভালো হয় মানুষ সেই ফোন ক্রয় করেন। ফটো ল্যাবের মাধ্যমে ছবিগুলো এডিট করে থাকেন। ফলে মোবাইলে সেল্ফি তোলার এই যুগে হাতে আঁকা ছবির চল একেবারেই কমে এসেছে। তবে অনেকেই আছেন যারা শিল্পীর রঙ-তুলি-পেন্সিলের আঁকা ছবি এখনো পছন্দ করেন। তাদের মধ্যেই একজন তারেক হলেন ছবি আঁকার শিল্পী। যে মাত্র মোবাইলের মাধ্যমে কয়েক ঘণ্টা অথবা সরাসরি ঘণ্টাখানেক অবিকল আঁকতে পারেন মানুষের প্রতিচ্ছবি। মোবাইলে তোলা ছবি কিংবা ফটোগ্রাফ দেখে মুহুর্তেই স্কেচে ফুটিয়ে তুলেন মানুষটিকে। ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে পরিচিত হয়ে অনেকেই প্রিয়জনদের এই স্কেচ করা ছবি উপহার দিতে ছুটে আসেন এ চিত্রশিল্পী তারেকের কাছে। অনেকে আবার নিজের ছবি আঁকাচ্ছেন স্মৃতি সংরক্ষণে।
অর্থনৈতিক সংকট ও সহযোগীতার অভাবের কারণে তারেকের বুকভরা হাজারো স্বপ্ন চাপা পড়ে আছে অজোপাড়া গাঁয়ে। মোহাম্মদ তারেক খাঁন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের আজমান আলীর ছেলে।
চিত্রশিল্পী মোহাম্মদ তারেক খাঁন বলেন, ‘আমি ছোট বেলা থেকেই ছবি আঁকতে ভালবাসি। ছবি আঁকা আমার পেশা নয়, আমার নেশা হয়ে গেছে।’ তারেক আরো বলেন, ‘আমি আসলে ছবি আঁকি মানুষকে আনন্দ দেয়ার জন্য। সব সময় চেষ্টা করি, যাতে ছবিটা সুন্দর হয়। তাই খুব মনোযোগ দিয়ে ছবি আঁকি। পেন্সিলে আঁকা ছবি প্রিয়জনকে উপহার দেয়ার মনোবাসনা নিয়ে অনেকেই আসেন আমার কাছে।’ সম্প্রতি তারেক খাঁন বাংলাদেশ সরকারের শিামন্ত্রী দিপু মনির একটি ছবি আর্ট করে বেশ প্রশংসিত হয়। এমনকি শিামন্ত্রীর হাতে ছবিটি তুলে দেয় দিনারপুর কলেজের একটি অনুষ্ঠানে।
এদিকে তারেক জানায় সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাকে অনেকটা হিমশিম খেতে হচেছ। তার বাবা জিব্বাহ ক্যান্সারে আক্রান্ত। তারেকের অসুস্থ পিতার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনাদের প্রিয়জনদের ছবি স্কেচ করাতে তার সাথে যোগাযোগ করুন। ছবি স্কেচের বিনিময়ে আর্থিক সহয়তা করে পাশে থাকার অনুরোধ জানায় তারেক। প্রিয়জনের ছবি আঁকাতে যোগাযোগ করতে পারেন তারেকের সাথে। তার ব্যবহৃত মোবাইল নং মোবাইল নং- ০১৭৩৬-৭৪২৬৬৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com