নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নতুন আরেকজন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে এ রিপোর্ট আসে। এর আগে কয়েক ধাপে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া যায়। এখন পর্যন্ত নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৩৭জন। নবীগঞ্জ উপজেলা স্ব্স্থ্যা ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবীগঞ্জ থেকে এখন পর্যন্ত ১০৭২জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৩৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ও ৮০৯জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় আক্রান্তদের মধ্যে ৯১জন সুস্থ হয়েছেন এবং ১জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আরো শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।