স্টাফ রিপোর্টার ॥ ‘যেখানে মাদক, সেখানে পুলিশের এ্যাকশন, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন, এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়ার পার্শ্ববর্তী পুর্ব অনন্তপুর, দক্ষিণ মাহমুদাবাদ, কাকিয়ার আব্দা, তেঘরিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরতলীর মাছুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি রবিউল ইসলাম, ওসি মাসুক আলী, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, ওসি অপারেশন জাকির হোসেন।
এ ছাড়াও এলাকার মুরুব্বীদের পক্ষে উপস্থিত ছিলেন মেম্বার কুরবান আলী লিটন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য এডভোকেট শামসুল হক, এডভোকেট আফজল মিয়া, সাবেক মেম্বার তৈয়ব আলী, আব্দুর রহিম, মুরুব্বি জনাব আলী ও সামসুল হক সরদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মাসুক আলী প্রমুখ।
সভায় বক্তারা তেঘরিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় চুরি, জুয়া, মাদকসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম পুলিশ মাদক, জুয়াসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে। এসব প্রতিরোধে পুলিশ সব সময় সক্রিয় রয়েছে।