স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশে সদর থানা পুলিশ শহরের বিভিন্নস্থানে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। গত মঙ্গলবার গভীর রাতে সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই সাহিদ মিয়াসহ একদল পুলিশ শহরের ২নং পুল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো ঃ বহুলা গ্রামের মৃত মন্টু মিয়ার পুত্র জুবেল মিয়া (৩০), ইউসুফ আলীর পুত্র তাহির মিয়া (৪০) ও তেঘরিয়া গ্রামের আব্দুল জব্বারে পুত্র মন্নান ওরফে মুরগি মন্নান (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৯টি মাদকের মামলা রয়েছে।