শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

পানিবন্দি মানুষের মুখে হাসি ফুটালেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনায় কর্মহীন হয়ে পড়া লোকজন চরম বিপাকে। এরই মাঝে বন্যার আক্রমণ। সামনে যে ঈদ, তা ভুলেই গেছে দুর্গত এলাকার লোকজন। এই অসহায় লোকজন যখন হতাশার মাঝে দিনাতিপাত করছিল তখনই তাদের মুখে হাঁসি ফুটালেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
চারদিকে অথই জল আর বৃষ্টির আনাগোনার মাঝেও অবিচল থেকে তিনি হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রায় ২০টি গ্রামে ১ হাজার ৬০০ পরিবারের মাঝে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। প্রতিটি পরিবারগুলোতে পৌঁছে যায় ১০ কেজি করে চাল।
গতকাল বুধবার সকালে প্রচন্ড বৃষ্টি। এরই মাঝে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি চৌধুরীবাজার এলাকায় খোয়াই নদীতে গিয়ে উঠেন স্পীড বোটে। এর আগেই চাল বোঝাই একটি নৌকা চলে ত্রাণ নিয়ে গ্রামীন জনপদে। তিনটি স্পীড বোটে জলে পরিপূর্ণ খোয়াই পাড়ি দিয়ে প্রথমে যান লোকড়া ইউনিয়নের চানপুরে। নদী তীরেই অপেক্ষমান শতশত কর্মহীন অস্বচ্ছল নারী-পুরুষ। এমপি আবু জাহির কাছে পৌঁছলেই দেখা দেয় তাদের চোখেমুখে আনন্দের ঝিলিক। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে সবার হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল। এই চাল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন সবাই।
সেখানে ত্রাণ নিতে এসেছিলেন চানপুর গ্রামের ৯০ বছর বয়সী আবু মিয়া। এমপি’র হাত থেকে চাল নিয়ে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের এমপিকে বাঁচাইয়া রাখে অনেকদিন। দুই কাঁধে স্ক্র্যাচে ভর দিয়ে চাল নিতে আসেন মূলচান বিবি। তার স্বামী আব্দুল হামিদ বেঁচে নেই অনেক দিন। নেই কোন সন্তানও। মূলচানও চাল পেয়ে আনন্দে প্রাণভরে দোয়া করেন এমপি আবু জাহির এর জন্য।
চানপুরের পরেই নৌকা ভিড়ে কাশিপুর গ্রামে। সেখানেও একইভাবে তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর উপহার। পরে গোপালপুর বাজারে এমপি আবু জাহিরকে পাশে পেয়ে জনস্রোত দেখা দেয়। ত্রাণ বিতরণের পাশাপাশি এমপি আবু জাহির সেখানে তুলে ধরেন তিনি এমপি হওয়ার পর কিভাবে অবহেলিত ওই এলাকার উন্নয়ন করে যাচ্ছেন। বিশেষ করে সেখানকার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পাকা রাস্তা তৈরীর পাশাপাশি ব্রীজ নির্মাণে ৫ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি। এলাকার সন্তান হিসেবে আবু জাহির এমপি ওই জনপদের মানুষের ভালবাসার কথাও তিনি স্বীকার করেন অকপটে। পাশাপাশি আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার পাশে সবার সবার সমর্থন থাকবে কি না সেই কথা বললে উপস্থিত জনতা হাত তুলে তাকে সমর্থন জানায়।
গোপালপুর-যাদবপুরের পর তিনি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখেন। ভরপূর্নি গ্রামে ত্রাণ বিতরণ শেষে চলে যান মাদনা বাজারে। সেখানে পানিবন্ধি থাকার পরও এমপি আবু জাহিরকে এক নজর দেখার জন্য নারী-পুরুষের উপস্থিতিতে রীতিমতো জনসভায় রূপ নেয় ত্রাণ বিতরণস্থল। শুধু ত্রাণ বিতরণই নয়; জনগণকে করোনা সম্পর্কে সচেতন করেন এবং মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান এমপি আবু জাহির।
এসময় তিনি বলেন, করোনা মহামারির সাথে সাথে দেশে একাধিক দুর্যোগ চললেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবকিছু সফলভাবে সামাল দিচ্ছে সরকার। এই দুর্যোগে কেউ যেন অভূক্ত না থাকে, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর।
খোয়াই নদীর পর বিস্তীর্ণ হাওর পাড়ি দিয়ে ধলেশ্বরী ও মেঘনা নদীর তীরবর্তী লোকজনের দুঃখ দুর্দশা অবলোকন এবং সহায়তা বিতরণ কার্যক্রমে সন্ধ্যা পেরিয়ে গেলেও এতটুকু ক্লান্ত হননি তিনি। সাথে থাকা নেতাকর্মীদের তিনি বলেন, এই জনগণই আমাকে আজ সম্মানের জায়গায় বসিয়েছে। তাদের পাশে থাকতে পারলেই আমি আনন্দ পাই। যখন এমপি ছিলাম না তখনও আমি ছুটে গেছি এই প্রত্যন্ত এলাকার জনগণের কাছে। তিনবার এমপি হয়ে অবস্থার অভুতপূর্ব উন্নতি হওয়ায় এলাকার দৃশ্যপট বদলে গেলেও করোনা এবং বন্যার জন্য জনগণ দুর্দশায় পতিত হয়েছে। সরকারের পাশাপাশি নেতাকর্মীদেরকেও এদের কাছে থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা আওয়ামীলীগ এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আকরাম আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান, লুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, সাবেক চেয়ারম্যান আমীর আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com