স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাঁকে সম্মাননা স্মারন প্রদান করছে। গতকাল বুধবার হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশন ও অনলাইন পত্রিকা হবিগঞ্জ নিউজ এর পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসানের মাধ্যমে প্রাপ্ত ঈদ খাদ্যসামগ্রী গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল-টু-রায়ধর, নারায়নপুর, আলাপুর, পোদ্দারবাড়ি-টু-রায়ধর, আলাপুর লাইনের টমটম, অটুরিক্সা, টেলাগাড়ি শ্রমিকদের মাঝে পৌছে দেন। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমার কোন উচ্চ বিলাসিতা নেই। জনগণের প্রকৃত একজন সেবক হয়ে তাদের কল্যাণে কাজ করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা ও ভালবাসা প্রয়োজন।