এক্সপ্রেস ডেস্ক ॥ ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্সিয়াল বাসভবন হোয়াইট হাউসের পাশের খোলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রেসিডেন্ট। কথা বলছেন সাধারণ নাগরিকদের সঙ্গে। সত্যিই কি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না তার মতোই দেখতে অন্য কেউ? প্রথম দেখায় অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারেননি। সবাইকে চমকে দিয়ে জনগণের মাঝে হেঁটে বেড়ালেন বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামা। এক নারী তো বলেই বসলেন, ‘হেই, তুমি কি সত্যিই ওবামা!’ ওবামাও মিষ্টি হেসে উত্তর দিলেন, ‘হ্যাঁ, আমিই ওবামা।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সাধারণ প্রথা ভেঙে বৃহস্পতিবার সাধারণদের সাথে হাঁটেন ওবামা। কথা বলেন বিভিন্ন নারী, পুরুষ, শিশু এমনকি দোকানদারদের সাথেও। তাদের সঙ্গে ছবি তোলেন। শুধু তাই নয়; হাসি-ঠাট্টা করতেও ছাড়েননি টানা দুইবারের প্রেসিডেন্ট।