নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নে অসহায় ও দুস্থ লোকদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নে ৯টি ওয়ার্ডের লোকদের মধ্যে চাল বিতরণ করা হয়। বুধবার (২৯ জুলাই) ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি সদস্য নাসির মিয়া, আব্দুল হাই প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের ১ হাজার ১শত জনের অধিক পরিবারের মধ্যে ১০ কেজি করে এই ভিজিএফ চাল বিতরণ করা হয়।