চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪১ প্রতিষ্ঠানের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চুনারুঘাটে। গতকাল বুধবার বিকেল ৫টায় চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর এর সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম সুলতান খান, ক্লাব সদস্য এডভোকেট মোস্তাক আহমেদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান জিতু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক এস এম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ও সমাজ কল্যাণ সম্পাদক কামরুল হাসান শাকিম প্রমুখ।
পরে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের দ্বিতীয় ইমাম মাওলানা আব্দুল কাইয়ূম। শোক সভায় বক্তারা প্রয়াত নুরুল ইসলামের জীবদ্দশায় তাঁর কর্মময় জীবনের উপর নানা আলোচনা ও স্মৃতিচারণ করেন।