স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে নুরুন্নেসা (৫০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মোজাফ্ফর মিয়ার স্ত্রী। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।