লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতাউক গ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুর নাম জেবিন আক্তার। সে ওই গ্রামের হুমায়ুন আহমেদের মেয়ে। স্থানীয়রা জানায়, বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পুকুরের গভীরে চলে যায় সে। পরে স্বজনরা ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেবিনকে মৃত ঘোষণা করেন।