স্টাফ রিপোর্টার ॥ গরুর গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ঝিটকা গ্রামে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বুইদ্যা মিয়ার একটি গরু একই গ্রামের হাদিস মিয়া কয়েকটি গাছের চারা নষ্ট করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ ষংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে এখলাছ মিয়া (৪৫), সমরাজ (৩৫), এংরাজ মিয়া (২৮), আতাউর (৮), আজিজ মিয়া (২৫), হাদিস মিয়া (৩৫) ও বুইদ্যা মিয়া (৪০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।