স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু’র অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। তিনি গতকাল মঙ্গলবার সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন, শফিউল বারী বাবু ছিলেন বিএনপির প্রাণ। বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামে শফিউল বারী বাবু রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে বিএনপি একজন নিবেদিত নেতাকে হারালো। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।