আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বন্যার পানি দিন দিন বাড়ছে। এতে করে মাধবপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মাধবপুর পৌরসভা ৩নং ওয়ার্ডে গুচ্ছগ্রামের ১৫টি পরিবারের বাড়ি পানিতে তলিয়ে যাওয়ার এখন স্থানীয় প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়ে মানবতার জীবনযাপন করতেছে।
গুচ্ছগ্রাম এলাকার আংশিক মানুষ আশ্রয় নিয়েছে স্কুল, রাস্তাঘাটসহ উচু স্থানগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছে স্থানীয় লোকজন। গুচ্ছগ্রামের বাসিন্দা আফিয়া বেগম জানান আমাদের বাড়ি ঘরে পানি উঠে তলিয়ে গেছে আমরা এখন স্কুলে আশ্রয় নিয়েছি, এখন আমাদের থাকার জায়গা হয়েছে কিন্তূ খাবারের সংকট রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর পৌরসভা মেয়র সাথে যোগাযোগ করলে উনি জানান, সরকারিভাবে এখনো বন্যা ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য কোন সাহায্য আমাদের কাছে আসে নাই, আসলে অবশ্যই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।