স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সরকারীভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকায় অবস্থিত সরকারী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল কাদের ও হবিগঞ্জ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তকদীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, জাহির উদ্দিন, হিরাজ মিয়া, আব্দুর রহমান, মিজানুর রহমান, নুরুল আমিন ওসমান, আদম আলী, মঈন উদ্দিন সুমন, ইউনুছ মিয়া, মঈন উদ্দিন খাঁন প্রমুখ। এসময় এমপি এডভোকেট আবু জাহির বলেন, বর্তমান সরকার বাংলাদেশে খাদ্যের পরিপূর্নতা এনে দিয়েছে। সাধারণ মানুষদের আর না খেয়ে মরতে হয় না। সাধারণ লোকজন এই সরকারের আমলে ন্যায্য মুল্যে সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরণ পাচ্ছেন।