মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ঈদুল আযহা উপলক্ষে প্রান্তিক গরীব অসহায় লোকদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল প্রদান করা হচ্ছে। সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে কি না এ বিষয়টি সরেজমিন দেখভাল করতে বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। গতকাল সোমবার ৩নং বানিয়াচং দক্ষিন পূর্ব ইউনিয়ন পরিষদ কৃর্তক ভিজিএফ এর আওতায় চাল বিতরণকৃত কার্যক্রম পরিদর্শনকালে উপকারভোগীদের সাথে কথা বলেন ইউএনও মাসুদ রানা। এসময় তারা জানায়, সঠিক নিয়মেই তাদের প্রাপ্য চাল তাদের হাতে তুলে দেয়া হচ্ছে। এজন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, ইউপি সদস্য সুমন আখনজীসহ বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধিও স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে ইউএনও মোঃ মাসুদ রানা বলেন, গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ভিজিএফ এর মাধ্যমে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী তাদেরকে চাল সহায়তা দিচ্ছেন, বেশ কয়েকটি ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি, এখন পর্যন্ত কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। সুষ্ঠুভাবে চাল গুলো প্রান্তিক অসহায় গরীব মানুষের হাতে ঈদের আগেই যেন পৌছে যায়, এজন্য তিনি জনপ্রতিনিধিসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।