ইনাতগঞ্জ (নবীগঞ্জ) সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে গতকাল সকালে নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গির আলম তার সাথে ছিলেন। ভ্রাম্যমান আদালত কাজীর বাজারের ডাঃ মহসিন তারেক গাজী নামে ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি আঁচ করতে পেরে তথাকতিত ডাঃ তারেক গাজী আত্মগোপন করেন। তাকে না পেয়ে পুলিশ তার চেম্বার থেকে ডাক্তারী সরঞ্জমাদি জব্দ করে নিয়ে যায়। সরজমিনে জানা যায়, উক্ত ভূয়া ডাক্তার দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করে আসছিল। তার অপচিকিৎসার ফলে সাধারন জনগণ প্রতারিত হয়। দুই মাস পূর্বে আরেক বার তাকে নবীগঞ্জ থানার পুলিশ ধাওয়া করলে সে পালিয়ে যায়। তার বাড়ী ঢাকা সোনারগাঁও থানায় বলে স্থানীয় সূত্র জানায়।