স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে পুর্ণবহাল করা হয়েছে। গত ২২ ও ২৩ জুলাই বহিস্কারাদেশ প্রত্যাহার করে পুর্ণবহাল করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা শাখার উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর স্বাক্ষরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ মোদক ও সাধারণ সম্পাদক এড. স্বরাজ রঞ্জন বিশ্বাস ও পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এড. নলীনি কান্ত রায় এবং সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়কে পৃথক পৃথক ই-মেইল’র মাধ্যমে পুর্ণবহালের বিষয়টি অবহিত করা হয়। এতে স্থবির হয়ে যাওয়া দুটি সংগঠনের সকল ইউনিটে আবার প্রাণের সঞ্চার হয়েছে এবং নেতৃবৃন্দ সংগঠন দুটির অসমাপ্ত কর্মকাণ্ড আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হবিগঞ্জের দুটি সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ যৌথ বিবৃতিতে সকলকে ধ্যর্যধারণ করে সৃষ্ট সমস্যার সমাধানে দৃষ্টান্তমূলক অবদান রাখায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সকল কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মোতাবেক আসন্ন ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর যাবতীয় অনুষ্ঠানাদি স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব মন্দিরে করার জন্য অনুরোধ করেন এবং পূর্বের ন্যায় এ বছর কোন জন্মাষ্টমীর র্যালী আয়োজন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তারা।