স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের একটি সংবাদপত্রে হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরকে সম্প্রতি বিতর্কিত সাধারণ সম্পাদক বলে সংবাদ প্রকাশ করেছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়। ক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বর্তমান সহ-সভাপতি আব্দুল মঈন চৌধুরী টিপু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সদস্য আলমগীর খান, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, মো. নূর উদ্দিন, এসএম সুরুজ আলী, পাবেল খান চৌধুরী প্রমূখ।