স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ফদ্রখলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমান, দুলাল মিয়া, রাসেল মিয়া, আরজু মিয়া ও হারুন মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ওই গ্রামের আরজু মিয়া ও হারুনের মাঝে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বৃহস্পতিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন।