নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও হাওরে অভিযান চালিয়ে সরকারীভাবে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এর নেতৃত্বে ইনাতগঞ্জ বাজার ও হাওরের বড় দলিয়া বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারের হাদি স্টোরের মালিক ব্যবসায়ী হাদিসুর রহমানের দোকান থেকে প্রায় ১ কেজি পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং তাকে নগদ ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বড় দলিয়া বিল হতে প্রায় ৬শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।