স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি কাজিশাইল গ্রামের দুই মহিলার বয়স্ক ভাতার ৬ হাজার টাকা আত্মসাত করেন বলে গতকাল শনিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, ২২ জুলাই ওই গ্রামের মৃত আনফর উল্লার স্ত্রী হালিমা খাতুন ও মৃত আব্দুর রউফের স্ত্রী খালেদা খাতুনের বয়স্ক ভাতা ১২ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু পুরো টাকা না দিয়ে দুইজনকে ৬ হাজার টাকা দেন। এর কারণ জিজজ্ঞাস করলে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার সৈয়দ আলী তাদেরকে বলেন, ঈদুল আযহা উপলক্ষে ৬ হাজার টাকা তিনি বোনাস নিয়েছেন। এ নিয়ে মহিলাদের সাথে সৈয়দ আলীর বাকবিতন্ডা হয়। এ ব্যাপারে সৈয়দ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুরো টাকাই তিনি মহিলাদের দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।