আমি নিজের শ্রম, মেধা ও সহায় সম্পদ দিয়ে এলাকাবাসিসহ জনসাধারণের খেদমত করে আসছি। নিজের ভোগবিলাসিতা ত্যাগ করে কষ্টার্জিত অর্থ দিয়ে বঞ্চিত অবহেলিত মানুষের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি। অসহায় গরীব মানুষদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করছি। রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের নেতৃত্বে সরকারীভাবে রাস্তাঘাট, স্কুল কলেজ প্রতিষ্ঠাসহ অবকাঠামো উন্নয়নে কাজ করছি অবিরত। শুধু তাই নয়, সরকারি বরাদ্দের সাথে নিজের কষ্টার্জিত লাখ লাখ টাকা যুক্ত করে রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ করে হাওর এলাকার সড়ক রক্ষার জন্য ব্লক তৈরী করে তা স্থাপন করছি। এর মধ্যে মাননীয় সংসদ সদস এডভোকেট আব্দুল মজিদ খানের নির্দেশনায় আমি আমার ইউনিয়নে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ ও প্রস্থ সড়কের নীচ ৩০, ৩৫ থেকে ৪০ ফুট এবং উপরে ১৮ ফুট থেকে ১২ ফুট এবং উচ্চতা ৭ ফুট, ৮ ফুট ও ৯ ফুট থেকে ১২ ফুট পর্যন্ত মাটির সড়ক নির্মাণ করেছি। এই সড়কসহ উন্নয়ন কার্যক্রমের কারণে এলাকার জনসাধারণ যুগান্তকারী সুযোগ সুবিধা ভোগ করছেন। আমার সম্পদের আয়ের উল্লেখযোগ্য অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারিবারিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এলাকায় আমি ১০৭ শতক জায়গার উপর শেখ শামছুল হক কলেজ প্রতিষ্ঠা করেছি। যা আমার নিজস্ব অর্থায়নে দীর্ঘ একদশক ধরে এলাকায় শিক্ষা বিস্তার করে আসছে। মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের জন্য আমি ১৫০ শতক ভূমি দান করে দেই। যার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। মন্দরী গ্রামে কমিউনিটি ক্লিনিকের জন্য মূল্যবান ভূমি দান করি। এলাকার শিশুদের মানসম্পন্ন শিক্ষা দানের জন্য নিজ বাড়িতে শাহ পরান (রহঃ) কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল প্রতিষ্ঠা করি। এছাড়া প্রতিদিনই এলাকার দরিদ্র অসহায় মানুষের রোগশোকসহ নানা সমস্যায় আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি। দীর্ঘ একদশক ধরে কলেজ পরিচালনা করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছি। বিনিময়ে মানুষের দোয়া, আর্শিবাদ ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। ফলে এলাকার জনগণের ভোটে আমি পাঁচ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার মতো এমনিভাবে অনেকেই এলাকা ও এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় সমাজের একটি অসৎ চক্র এ সকল সমাজসেবীদের কার্যক্রমে নানা প্রকার বাঁধা বিঘ্নের সৃষ্টি করে যাচ্ছে। এদের উদ্দেশ্য হলো, এ সকল সমাজসেবী নেতৃবৃন্দ যেন সমাজ হিতৈষী কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে নেন। দুঃখজনক হলেও সত্য, আমার ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার খোদেজা আক্তার হাসিনার স্বজনপ্রীতিসহ নানা অন্যায় আব্দার রক্ষা না করার কারণে তিনি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যে কারণে ওই মেম্বার তার নিকট আত্মীয়দের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক অভিযোগ এনেছেন এবং আমার বিরুদ্ধে টেলিভিশনের প্রতিনিধির কাছে বক্তব্য দিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ১৯ জুলাই ২০২০ইং তারিখে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর আমার ইউনিয়নের ৩, ৫ ও ৬নং ওয়ার্ডের ১৪ জন গরীব মানুষের নাম উল্লেখ করে একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে আবেদন করেছে। উক্ত আবেদনে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ভাতা হিসাবে ২৫৩৫/- টাকা দেয়ার প্রেক্ষিতে আমি নাকি তালিকা তৈরী করি। পরবর্তীতে উক্ত তালিকা সংশোধনের নামে প্রত্যকের নিকট থেকে ৫০০/- টাকা করে নাকি আদায় করি। যারা টাকা দেয়নি সংশোধনের তালিকা থেকে তাদের নাম নাকি কেটে ফেলার হুমকি দেই। এছাড়া টাকা দেয়া সত্বেও অভিযোগকারীদেরকে আমি নাকি মোবাইলের পিন নাম্বার দেইনি। এই সকল অভিযোগের প্রেক্ষিতে আমার বক্তব্য হলো ঃ বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসারের টেলিফোন নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা প্রাপ্তির লক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের নাম ওয়ার্ড মেম্বারসহ গণমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তালিকা তৈরী করে প্রেরণ করি। ভুল সংশোধনের জন্য উক্ত তালিকা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট ফেরত আসে। বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার ভুল সংশোধনের জন্য একটি তালিকা ইউপি অফিসে সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করেন। যা দুই দিনের মধ্যে সংশোধন করতে হবে। আমি বিজ্ঞ ইউএনও মহোদয়কে আমার অসুস্থ্যতার কথা জানাই। তখন তিনি মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে যাদের নাম সংশোধন করতে হবে তাদেরকে ইউপি কার্যালয়ে উপস্থিত করতে বলেন। এরই আলোকে আমার ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউপি কার্যালয়ে আসেন। তাদের উপস্থিতিতে সংশোধিত তালিকাভূক্তদের যাদের সিম প্রয়োজন তাদের কাছে গ্রামীণফোন কোম্পানীর অফিসের প্রতিনিধি ইউএনও মহোদয়ের নির্দেশে সিম বিক্রি করেন। এ সময় আমার ইউনিয়নের মেম্বার সাহেবগণ সরকারের নির্ধারিত ইউপি কার্যালয়, আগুয়া গ্রামে উপস্থিত ছিলেন। আমি অসুস্থ্যতার কারনে ইউপি কার্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। কিন্তু বিজ্ঞ ইউএনও মহোদয়সহ ট্যাগ অফিসার ও মেম্বার সাহেবদের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি। তাদের অক্লান্ত পরিশ্রমে তালিকা সংশোধন কার্যক্রম সম্পন্ন হয়। এখানে কারও কাছ থেকে আমার দ্বারা টাকা নেয়ার অভিযোগটি কতটুকু যুক্তিসঙ্গত তা বিবেকবান সচেতন মানুষ উপলব্ধি করতে পারেন। কারণ ওই দুইদিন আমি অসুস্থ্যতার কারণে ইউপি কার্যালয়ে উপস্থিত ছিলাম না। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক ছাড়া কিছুই নয়। এছাড়া সংশোধিত তালিকার লোকজনদের সিম দিয়েছেন গ্রামীণফোন কোম্পানীর প্রতিনিধি। তারা সিম বিক্রি করেছেন। যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম ক্রয় করেন তাদেরকে মোবাইল ফোন নম্বর দেয়া হয়। এখানে আমি কি করে তাদেরকে মোবাইলের পিন নাম্বার দিতে পারি ? এ বিষয়টি আমার বোধগম্য হচ্ছেনা। যা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে বর্তায় না। কাজেই আমার বিরুদ্ধে আনিত উল্লেখিত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এখানে বিষয়টি স্পষ্ট যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থন্বেসীমহল আমার উন্নয়ন কর্মকান্ড ও জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপ-প্রচার চালিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই আলোকে গত ২০ জুলাই এশিয়ান টিভিতে এবং গত ২২ জুলাই যমুনা টিভিতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের উপর নির্ভর করে যে প্রতিবেদন প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এছাড়া গত ২১ জুলাই দৈনিক হবিগঞ্জ সমাচারসহ বিভিন্ন তারিখে কোন কোন স্থানীয় পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। যা শুধু মিথ্যাই নয়, সম্পূর্ণ মানহানিকরও বটে। আমি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রকাশ্য তদন্তের মাধ্যমে এর রহস্য উন্মোচনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনানুগ প্রতিকার দাবি করছি।
শেখ শামছুল হক
চেয়ারম্যান
১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদ
বানিয়াচং, হবিগঞ্জ।