মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানে ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ টি এসোশিয়েশনের সহযোগিতায় চা শ্রমিকদের মধ্যে ১৯ লাখ টাকার স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুরমা চা বাগানে ২২শ নিয়মিত শ্রমিকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম জানান, চা শ্রমিকরা নিম্ন আয়ের মানুষ। করোনা পরিস্থতিতে করোনা সংক্রমন রোধে ইউনিসেফের অর্থায়নে পাওয়া স্বাস্থ্য সামগ্রী তাদের অনেক উপকারে আসবে। এ সময় সহকারি ব্যবস্থাপক মলয় দেবরায়, মিরর হোসেন, কমল সরকারসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।