প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য হলদারপুর গ্রামের বাসিন্দা মোঃ কামাল মিয়াকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের খুঁজে গ্রেফতারের দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংবাদপত্রের এক প্রদত্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী বলেন-কামাল মিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একজন সক্রিয় সদস্য ছিলেন। নেতৃবৃন্দ নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।