আজিজুল ইসলাম সজীব ॥ দুর্বৃত্তদের হামলায় আহত হলদারপুর গ্রামের আওয়ামলীগ নেতা কামাল মিয়া নিহত হয়েছেন। গতরাত ১১টার দিকে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত কামাল মিয়া বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হলদারপুর গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন- বুধবার সন্ধ্যায় কামাল মিয়া নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে আসেন। সেখান থেকে ফেরার পথে দূর্বৃত্বরা কামাল মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তিনি মারা যান। ওসি জানান- ‘কয়েকজন শিশু হামলার ঘটনাটি প্রত্যক্ষ করেছে। তবে তারা কাউকেই চিনতে পারেনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তিনি আরও বলেন- ‘বছর খানেক আগে কামাল মিয়া এক চাচাতো ভাইকে খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একটি হত্যা মামলাও রয়েছে। ধারণা করা হচ্ছে ঘটনাটি এর জের হতে পারে।