স্টাফ রিপোর্টার ॥ বন্যা কবলিত হবিগঞ্জ সদর উপজেলারবাসীর পাশে দাড়িয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
গতকাল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল থেকে জেলা প্রশাসক কামরুল হাসানের মাধ্যমে প্রাপ্ত ত্রাণ সামগ্রী শুকনো খাবার হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকাগুলোতে দেন। এর পূর্বে হবিগঞ্জ নারী সংগঠন (আমরা একটি পরিবার) এর উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার ৬ং ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসাবে পৌছে দেন।
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৪শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন।