প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি‘র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল গতকাল শনিবার হবিগঞ্জ সদরের পাইকপাড়া তেমুনিয়া বাজার, ধুলিয়াখাল বাজার ও মিরপুর রোড গোপায়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ওই দিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ওইসব এলাকায় তিনি সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ওই এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রায় এক হাজার নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। পাইকপাড়া তেমুনিয়া বাজারে গণসংযোগ শুরুর পূর্বে দি হলি দেশ কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠান প্রধান মোঃ সিরাজুল ইসলাম, ফার্টিলাইজার এসোসিয়েশন হবিগঞ্জ জেলার সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ মুত্তাব্বির হোসেন, রাঙ্গের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী মোঃ শাহজাহান মিয়া, মোঃ মানিক মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- স্বেচ্ছাসেবকদল হবিগঞ্জ সদর থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম ইকবাল, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার সদস্য মোঃ আজিজুল ইসলাম, মোঃ তমিজ উদ্দিন, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল খান, আফিল উদ্দিন, রাজিব খান, মোঃ গোলাম মস্তোফা, রায়হান আহমেদ আকাশ, এহতেশামুল হক সোহাগ, রিয়াজ উদ্দিন চৌধুরী মুরাদ, সাচ্চু প্রমুখ। গণসংযোগকালে তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।