স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে বানিয়াচংয়ে যুবকের সাথে দেখা করতে এসে ঢাকাইয়া প্রেমিকা শরিফা আক্তার (২২) এর ঠিকানা হলো শ্রীঘরে। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সায়মন আহমেদ (২৫) নামের এক যুবকের রং নম্বরে পরিচয় হয় ঢাকা জেলার সাভার উপজেলার ছায়াবিথী গ্রামের আলম তালুকদারের সুন্দরী স্ত্রী দুই সন্তানের জননী শরিফার। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আলম তালুকদার ব্যবসায়িক কাজে ঢাকার বাহিরে অবস্থান করায় ভিডিও কলে সায়মনের সাথে তার প্রেমালাপ চলতো। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। গত মঙ্গলবার এনা পরিবহণে রাত ১১টায় হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এসে নামে শরিফা। কিন্তু সায়মন সেখানে অপেক্ষা করবে বলেও করেনি। শরিফা বাস থেকে নেমে সায়মনের ফোন বন্ধ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে তাকে পুলিশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। তবে কোনো অভিভাবক না পাওয়ায় গতকাল বুধবার তাকে কারাগারে প্রেরণ করা হয়। ওসি মাসুক আলী জানান, বারবার খবর দেয়ার পরও শরিফার কোনো অভিভাবক না আসায় তার নিরাপত্তার জন্য কোর্টে প্রেরণ করা হয়।