মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য বশির উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে থানার এস আই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আদাঐর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, মনির হোসেনের বিরুদ্ধে ২০১৭সালে ব্রাহ্মণবাড়ীয়া আদালতে ৪২০ধারায় মামলা হয়। মামলার রায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।