স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তবে বালু ব্যবসায়ীর নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। বাহুবল উপজেলায় পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বালু ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ বালু ব্যবায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।