মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলায় উজান থেকে নেমে আসা বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে কাগাপাশা, দৌলতপুর, মুরাদপুর, সুজাতপুর, মন্দরী, পৈলারকান্দি, বড়উউড়ি, ১নং উত্তর পূর্ব ইউপি, ২নং উত্তর পশ্চিম ইউপিসহ বেশ কয়েকটি ইউনিয়নের অধিকাংশ বাড়ীতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে অত্রাঞ্চলের হাজারো মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে অত্র উপজেলার শতাধিক পুকুরসহ বেশ কয়েকটি খেলার মাঠ। এমনিতেই করোনায় বিপর্যস্ত জন জীবন, এমতাবস্থায় খেটে খাওয়া মানুষজন চরম বিপাকে পড়েছে। বন্যায় তলিয়ে গেছে অধিকাংশ পাড়া মহল্লার রাস্তা ঘাট, বিকল্প হিসেবে বাশেঁর সাকো দিয়ে ঝুকির মধ্যে চলাচল করতে হচ্ছে তাদের। জরুরী রোগী পরিবহনে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে প্রতি নিয়ত। এদিকে বন্যার পানিতে বাড়ী ঘর তলিয়ে যাওয়ায় বেশ কিছু পরিবার ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থা চলমান থাকলে উপজেলার অধিকাংশ ইউনিয়নের বাড়ী ঘর তলিয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন হাওরপাড়ের মানুষজন। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি ও অতি বৃষ্টির কারনে কালনী কুশিয়ারা নদী সহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে ইতিমধ্যে নীচু বাড়ি-ঘর তলিয়ে গেছে। উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জানান, দৌলতপুর ইউনিয়নের নলুয়া গ্রাম, আড়িয়ামুগুর নতুন পাড়া, দৌলতপুর হেঙ্গুর পাড়া সহ বিভিন্ন গ্রামের ১হাজার পরিবারের বসত বাড়ি বানের পানিতে তলিয়ে গেছে। ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী জানান, কাগাপাশা ইউনিয়নের আট শতাধিক পরিবারের বসত বাড়ি পানির নীচে তলিয়ে গেছে। বানিয়াচং সদর ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানীর জাঙ্গাল ও চানপুরের বন্দের বাড়ি, পূর্বগড়ের নতুন হাটি, দত্তপাড়া-চতুরঙ্গ রায়ের পাড়ার বন্দের বাড়ি পানির নীচে তলিয়ে গেছে। এছাড়াও বন্যার পানিতে মাছের ঘের, রোপা আমনের বীজতলা, আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি বৃদ্ধির কারনে বানিয়াচংয়ের সাথে হবিগঞ্জে সহ সারাদেশের যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা নামক স্থানে ব্রিজ নির্মাণের কাজ চলার কারনে বিকল্প রাস্তা ও অস্থায়ী ব্রিজ পানির নীচে তলিয়ে যাওয়ায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার মূল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ছে। হবিগঞ্জ-বানিয়াচং সড়ক, বানিয়াচং-নবীগঞ্জ সড়ক, বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অত্র উপজেলার বন্যার সার্বিক অবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।