শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বিভিন্ন স্কুল-মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ॥ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে মাধ্যমিক শিক্ষক সমিতি

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন এমপিওভূক্ত বিভিন্ন স্কুল মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি পত্রিকা ও সংবাদ প্রকাশ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ। জেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী কামাল উদ্দিনসহ ৩০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধান স্বাক্ষরিত আবেদনে বলা হয়, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় হবিগঞ্জ সদর উপজেলার ৯টি স্কুল ও ৫টি মাদ্রাসা এমপিও ভূক্ত করা হয়। কিন্তু গুটি কয়েক ব্যক্তি হবিগঞ্জে শিক্ষার উন্নয়ন মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন প্রতিষ্টানের নামে মিথ্যা রটনা করে যাচ্ছে। এরই মধ্যে সাপ্তাহিক হবিগঞ্জের খবর ও ফেসবুক আইডি এমএমআর কামরুল (গসৎ শধসৎঁষ) নতুন এমপিওভূক্ত প্রতিষ্ঠানে কোটি টাকার নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন শিরোনামে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করছে। ওই পত্রিকা ও ফেসবুকে হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর কবির আহমদকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অপর দিকে হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ ফারুক মিয়া, নুরে মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার বদরুর রেজা সেলিম ও চাঁনপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মনির হোসেনের ছবিসহ সংবাদ এবং শরীফাবাদ দাখিল মাদ্রাসা, দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও অন্যান্য স্কুল ও মাদ্রাসাকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
আবেদনে ভয় দেখিয়ে চাঁদা দাবীর অভিযোগ এনে সাপ্তাহিক হবিগঞ্জের খবরের সম্পাদক শাহ মোঃ হুমায়ূন ও ব্লগার এম.এম.আর কামরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com