নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক অসহায় পরিবারের যাতায়াতে প্রতিবন্ধকতার বিরোধ মিমাংসা করে দিয়েছেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান। ওই ইউনিয়নের গুচ্ছ গ্রামের অসহায় মহিলা ছায়ারুন বেগমের অভিযোগের প্রেক্ষিতে বিরোধ মিমাংসা করে দিয়েছেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন।
চেয়ারম্যানের কাছে অভিযোগ সূূত্রে জানা গেছে, পারকুল গুচ্ছগ্রামের মহিবুর রহমান নামের এক ব্যক্তি ছায়ারুন বেগমের বসতঘরের সামনে একটি দোকান ঘর নির্মাণ করেছেন। যার কারণে তার পরিবারের মারাত্মক সমস্যা হচ্ছে। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার সুমন আহমেদকে অবগত করলেও সমস্যার সমাধান হয়নি। পরে ইউপি চেয়ারম্যান কার্যালয়ে একটি আবেদন করেন ছায়ারুন বেগম। ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। উভয় পক্ষকে ডেকে বিরোধটি মিমাংসা করেন। উভয় পক্ষ যৌথভাবে লিখিত দেন যে, তারা গুচ্ছ গ্রামে কোনো অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হবেন না। একই সাথে ছায়ারুন বেগমের বসতবাড়ির যাতায়াতে প্রতিবন্ধকতা মহিবুর রহমান অপসারণ করবেন বলেও ঘোষনা দেন।