আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের এম সি নির্বাচন বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য অনুষ্টিত হয়েছে। নির্বাচনে সাধারন অভিভাবক পদে ৭জন এবং সাধরন অভিভাবক মহিলা সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বচনে ৮শ ২৯জন ভোটারের মধ্যে ৬শ ৮৪জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। সাধারন অভিভাবক সদস্য পদে আবুলাল মিয়া মোরগ প্রতীক নিয়ে ৩শ ৯৭ ভোট, মোস্তাক উদ্দিন আহমদ (হেলাল চৌধুরী) আনারস প্রতীক নিয়ে ৩শ ৮৭ভোট, আব্দুল জলিল চশমা প্রতীক নিয়ে ৩শ ৫৪ ভোট এবং আইয়ুব খাঁন চেয়ার প্রতীক নিয়ে ৩শ ২৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা সদস্য পদে অনিতা কর্মকার হাঁস প্রতীক নিয়ে ৪শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানি মজুমদার সহকারি প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মৃধা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রদান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান আসাদ।