আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ “পিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গামুক্ত সমাজ গড়ি” এই ম্লেøাগানে আজমিরীগঞ্জে বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভা ও আলোচনা সভা অনুষ্টিত হচ্ছে। গতকাল বিকাল ৫টায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে বিট পুলিশিং সভা এবং আলোচনা সভা অনুষ্টিত হয়। ওসি (তদন্ত) মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মফিজুল ইসলামের পরিচালনায় এতে আওয়ামীলীগ নেতা ফয়সল মিয়া, ছাত্রলীগ সভাপতি মিলোয়ার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হামজা, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মনোজ কান্তি ব্যানার্জী, সাংবাদিক মতিউর রহমান, নজরুল ইসলামসহ বাজার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় মাদকদ্রব্য, ইভজেটিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও দাঙ্গা-হাঙ্গামাসহ আজমিরীগঞ্জ উপজেলার সার্বিক বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করেন।