মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ওয়াহিদুল ইসলাম রনি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সে নরসিংদি জেলার আলাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। সোমবার (২০ জুলাই) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দন্ড প্রদান করেন।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মস্তোফার নেতৃত্বে পুলিশ উপজেলার চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করে। পরে ভ্রামমান আদালতের বিচারক উল্লেখিত ব্যক্তিকে ৩ মাসের সাজা প্রদান করেন।