লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি উত্তম কুমার দেব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক নিতেশ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিমুর রহমান, অর্থ সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস ও ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। এ সময় তিনি নবগঠিত প্রেসক্লাবের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।