নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহিলা কাউন্সিলর, শিক্ষক দম্পতি ও ব্যবসায়ীসহ নতুন করে আরো ৪ জন করোনা সনাক্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে। গতকাল রবিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় আসা রির্পোটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন। নতুন ৪জন করোনা আক্রান্ত রোগী হলেন-মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম (৪০) ও গয়াহরি পৌর এলাকার পিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চৌধুরী (৪৭) ও স্ত্রী প্রতিমা রানী দাশ (৪২) এবং মধ্য বাজারের ব্যবসায়ী অধীর রায় (৬৫)। এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ১০১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭৪০ টি। আজ নতুন ৪ জনসহ সর্বমোট ১২০ জনে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৪ জনকে নিজের বাসায় আইসেলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।