প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আফজাল হোসেন চৌধুরী নিছারের মৃত্যুতে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী এক শোক বার্তায় বলেন, আফজাল হোসেন চৌধুরী চিনাইর ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। তিনি সজ্জন ও পরোপকারী ছিলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত শুক্রবার রাতে আফজাল হোসেন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর দরবার শরীফের পীরজাদা, সাংবাদিক ফয়সল মাহমুদ আফজাল হোসেন অনুরূপ শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।