বানিয়াচং প্রতিনিধি ॥ “জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানকে প্রতিপাদ্য করে বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার শেখ মো. সেলিম। থানা বিট পুলিশিং এর প্রধান সমন্বয়কারী হিসাবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আরিফিন সেলিমের সভাপতিত্বে উক্ত সভায় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম এবং বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন ৮নং বিট এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকদের বক্তব্য শোনেন এবং মাদক, দাঙ্গা ও অপরাধমুক্ত বিট গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিশুদের শিার দিকে উৎসাহ করতে জেলা পুলিশের উদ্যোগে খাতা উপহার দেয়া হয়।
জানা যায়, পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে জুলাই মাস থেকে সারা দেশের ৬৪০টি থানায় এ বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়।