স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার বিকাল বিকালে শাখাইতি গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জের আসনের সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিদ্যুৎ লাইন উদ্বোধন শেষে শাখাইতি গ্রামের খেলার মাঠ প্রাঙ্গণে ৫নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোমিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মলাই মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান বলেন-আওয়ামীলীগ সরকার সর্বদা মানুষের কল্যাণে কাজ করে, তাই জনগণ আওয়ামীলীগ সরকারকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তিনি বলেন আওয়ামলীগ সরকার ক্ষমতায় আসলে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, কবরস্থান, শ্মশান ঘাট, বিদ্যুতায়ন সহ দেশ ও জাতির ব্যাপক উন্নয়ন হয়। শাখাইতি গ্রামের ১.২২ কিমি. বিদ্যুৎ লাইন নির্মাণ করেন যাহার ব্যয় প্রায় ১২ লাখ টাকা। ইহাতে ৯০টি মিটার স্থান করা হয়েছে। এছাড়া হলদারপুর, এড়ালিয়া, রামগঞ্জ, আলীগঞ্জ, দৌলতপুর, ইকরাম, উত্তর সাঙ্গর, শিবপাশা পশ্চিম ভাগ সহ আরও অনেকগুলি গ্রামে বিদ্যুৎ লাইন দিয়েছি।
এছাড়া বানিয়াচং-আজমিরীগঞ্জের বহু রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের বিল্ডিংসহ ব্যাপক উন্নয়ন করেছি। গত ৫ বছরে বানিয়াচং-আজমিরীগঞ্জে যে উন্নয়ন হয়েছে বিগত ৪০ বছরেও কোন সরকার তা করতে পারেনি। বর্তমান সরকার শিক্ষা ও খেলাধুলা, রাস্তাঘাট বিদ্যুৎ উন্নয়নের প্রতি আন্তরিক। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগণের সরকার। এ সময় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, বানিয়াচং পল্লী বিদ্যুতের ডিজিএম এ.কে.এম আজাদ, খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ শওকত আরেফিন সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।