মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৫ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, বহরা এলাকার ফরিদ মিয়া (৪০), মাসুক মিয়া (৩০), জালাল মিয়া (৩৫), আব্দুল খালেক (৫০) ও সুরুজ মিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার সকালে উপজেলা আরিছপুর থেকে তাদেরকে আটক করেন। পরে দুপুরে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনুভা নাশতারান ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।