স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক কালিবাড়ী এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার এমবি এন্টার প্রাইজের মালিক বাছির মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় চলে যান। শুক্রবার সকালে এসে দোকানে প্রবেশ করে পেছনের দরজা ভাঙ্গা দেখতে পান। এ সময় দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো। ক্যাশ থেকে চোরের দল নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে ব্যাকস সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর, সদর থানার এসআই শেখ নাজমুল হক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা মাদকসেবীরা দরজা ও টাইলেস এর দোকানটিতে হানা দেয়। কিন্তু জিনিসপত্র না নিতে পেরে নগদ টাকা নিয়ে যায়। এ বিষয়ে ওসি মাসুক আলী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কেউ এ ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।