স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বরের ভেতরে বাংলাদেশকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ কারণে পুলিশ ও মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে এ ঘোষণা দেয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের পর যারা ছাড়িয়ে নিতে আসবেন এসব দালালদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আর যারা এসব ছেড়ে ভালো হয়ে যাবে তাদের ব্যাপারেও পুলিশ বিবেচনা করবে।
ওসির ঘোষণা, হয় মাদক ছাড়তে হবে না হয় এলাকা ছেড়ে চলে যাও। গতকাল শুক্রবার তিনি মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এ ঘোষণা দেন।