নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মিয়াধন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায় দূর্বত্তরা। আহত মিয়াধন মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে নামেন নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, পশ্চিম তিমিরপুর গ্রামের নুরুল আমিন এর সাথে মিয়াধন মিয়ার ভাতিজির শিপা বেগম এর বিবাহ হয়েছিল। পরে তাদের দাম্পত্য জীবন ভেঙ্গে যায়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বিরোধ দেকা দেয়। গত রবিবার বিকেলে রাস্তায় মিয়াধন মিয়াকে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।