নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সাধারন সম্পাদক সহকারী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র দাশ (৬০) আর নেই। তিনি গত মঙ্গলবার দিবাগত বুধবার ভোর ৪.৩০ মিনিটের সময় নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের নিজ বাড়ীতে পরলোক গমন করেন। গতকাল বুধবার সকালে পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জগদীশ চন্দ্র দাশের মৃত্যুর খবর শোনে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষ বাড়ীতে ভীড় জমান।
শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সংঘ নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিদর্শক গয়াহরি গ্রামের বাসিন্দা জগদীশ চন্দ্র দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া জগদীশ দাশের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য ব্যাংক কর্মকর্তা বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক ও উপজেরা সৎসঙ্গের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য জগদীশ চন্দ্র দাশ দীর্ঘদিন যাবত ডায়বেটিস, শ^াসকষ্ট, হৃদযন্ত্রের সমস্যাজনিত রোগে ভুগছিেিলন।